টিএ পান্না ঈশ্বরদী : সকল প্রকার প্রশাসনের সমন্বয় ও সহযোগিতায় মাদকমুক্ত ঈশ্বরদী গড়তে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন,পাবনা-৪ আসনের এমপি গালিবুর রহমান শরীফ।
ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পক্ষে আযোজিত আইনশৃংখলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাসের সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি টিএম,রাহসীন কবীর, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী ও আব্দুস সালাম খান, উপজেলা প্রকৌশলী এনামুল কবীর,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদীর সার্কেলের কর্মকর্তা মামুনুর রহমান,নির্বাচন অফিসার আশরাফুল হক,সমাজসেবা অফিসার মাসুদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা,বিভিন্ন ইউনিনয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
গালিবুর রহমান শরীফ আরও বলেন,রেলওয়ে শহর ঈশ্বরদী এবং দেশের দ্বিতীয় বৃহত্তম বিহারী ক্যাম্প ঈশ্বরদীতে। নদীভাঙ্গন কবলিত বেশকিছু পরিবারের মানুষও পাকশীতে বসবাস করছে। রেলসহ নানা কারণেই ঈশ্বরদীতে ভাসমান ছিন্ন মূল মানুষের সংখ্যাও বেশী তাই তাদের উন্নয়নেও কাজ করতে হবে।
Leave a Reply