ডেস্ক প্রতিবেদক : দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সে বিষয়ে জোরালো পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আসন্ন রমজান সামনে রেখে চাল, ভোজ্যতেল,চিনি ও খেজুর এই চার পন্যের আমদানি শুল্ক কমানোর নির্দেশ দিয়েছেন তিনি।
সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এসব নির্দেশ দেন। নির্দেশনা দেয়ার পরেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে না আশায়, সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে ব্যাখ্যাও চান প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
তিনি বলেন আজকের মন্ত্রিসভায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইন-২০২৪ ও জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী আইন-২০২৪’এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
মন্ত্রিসভার আজকের বৈঠকে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি আইন-২০২৪’ র খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া গত মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন দিয়ে যেসব আইনের খসড়া জাতীয় সংসদে পাঠানো হয়েছিল, কিন্তু অধিবেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পাস হয়নি, সেগুলো এখন নতুন মন্ত্রিসভায় আবার অনুমোদন নিতে হবে।
Leave a Reply