ডেস্ক প্রতিবেদক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বুধবার ভোট প্রার্থীর কার্যালয়ের বাইরে পৃথক দুটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ২২ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছে।
খবরে বলা হয়, কোয়েটা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার এবং আফগানিস্তান সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে পিশিন জেলায় একজন স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের কাছে প্রথম বিস্ফোরণ ঘটে।
বেলুচিস্তান প্রদেশের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী জান আচাকজাই এবং কোয়েটা পুলিশ উভয়েই ওই বিস্ফোরণে ১২ জন নিহত ও ২৫ জন আহত হওয়ার কথা জানান।
আচাকজাই আরো জানান, প্রায় ১২০ কিলোমিটার পূর্বে কিল্লা সাইফুল্লাহ শহরে ইসলামি জমিয়ত উলেমা-ই-ইসলাম-এফ (জেইউআই-এফ) দলের প্রার্থীর নির্বাচনী অফিসের কাছে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে।
তিনি এএফপি’কে বলেন, সেখানে এ বিস্ফোরণে ‘কমপক্ষে ১০ জন নিহত এবং ১২ জন আহত হয়। এ নগর এলাকার প্রধান বাজারে এ বিস্ফোরণ ঘটানো হয়। এ হামলার লক্ষ্য ছিল জেইউআই-এফের নির্বাচনী কার্যালয়।
বাসস
Leave a Reply