ডেস্ক প্রতিবেদক : জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা, পৌরসভা বন্ড চালু, গ্রামীণ পয়:নিস্কাশন উন্নয়ন, নদীর তীর সংরক্ষণ ও প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে আজ সচিবালয়ের নিজ কার্যালয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের বৈঠককালে এ আগ্রহের কথা জানানো হয়।
এডিবির প্রতিনিধিদলের সদস্যরা হলেন সাউথ এশিয়ার ডিপার্টমেন্টের মহাপরিচালক তাকেও কনিশি, এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর এডিমন জিনটিং।
সাক্ষাতকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।এছাড়াও বৈঠকে রাজধানী ঢাকার চারপাশে নদীগুলোর নাব্যতা রক্ষা এবং নৌ যোগাযোগ বৃদ্ধি, নদী দূষণ, দখল ও নাব্যতা রক্ষায় প্রকল্পের সম্ভাব্যতা নিয়েও আলোচনা করা হয়।
২০২৩-২৪ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগ ২১৭টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে এবং এর মধ্যে ১০টি প্রকল্প এশিয়ান উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। এ সহায়তার পরিমাণ ২২ হাজার ৩ শ’ ৫৫ কোটি ৭১ লাখ টাকা।
বাসস
Leave a Reply