বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় তারকা ও মডেল জয়া আহসান শুধু অভিনয় করেই বিখ্যাত নন। দুই বাংলার সমান জনপ্রিয় এই অভিনেত্রী বিভিন্ন সময়ে অন্যায়ের প্রতিবাদ করেও সরব থাকেন। সমাজে কোনো কিছুর অনিয়ম দেখলে সামনের সারিতে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায় জয়াকে। এবার নারী সহিংসতা নিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ জানালেন তিনি।
সম্প্রতি জয়া রিট দায়ের করেন মানুষের নিয়ন্ত্রণে রেখে হাতিকে সার্কাসে ব্যবহার, হাতির পিঠে ভ্রমণ, বিয়ে বাড়িতে শোভাবর্ধন এবং বাণিজ্যিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের র্যালিতে ও বিজ্ঞাপনের মতো বিভিন্ন বিনোদনমূলক কাজে হাতির ব্যবহার নিয়ে। তিনি দাবি করেন – উল্লিখিত কাজে হাতিকে কোনো ব্যক্তির মালিকানায় লাইসেন্স দেয়ার কার্যক্রম স্থগিত করার জন্য।
জয়া আহসান এবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রতিবাদ জানিয়েছেন নারীর প্রতি সহিংসতা নিয়ে। জয়া আহসান তার পোস্টে লিখেছেন, ‘কপালে টিপ দিয়ে আমরা নারীরা নিজেদের শোভন করে তুলি। সোশ্যাল মিডিয়ায় আমাদের টিপ পরা হাসি হাসি মুখের ছবিতে লাইক পড়তে থাকে। ঘরের ভেতরেও কি আমাদের সবার ছবিটা এই রকম ? দেশে প্রতি তিনজন নারীর একজন সহিংসতার শিকার হচ্ছে। রক্তে মেখে যাচ্ছে তাদের শোভন সৌন্দর্য। স্খলিত হয়ে পড়ছে টিপ। মানুষ হিসেবে তাদের মর্যাদা খসে পড়ছে।
নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ জানিয়ে জয়া বলেন, আসুন, আমরা নারী নির্যাতনের প্রতিবাদ করি। কপালের টিপ সরিয়ে পরে সেলফি তুলি, আর #OddDorSelfe লিখে শেয়ার করি সোশ্যাল মিডিয়ায়। মেয়েরা বাঁচুক মানুষের পূর্ণ মর্যাদায়।
উল্লেখ্য, জনপ্রিয় ও গুণী অভিনেত্রী জয়া আহসানের সর্বশেষ ৯ ফ্রেবুয়ারি দুই বাংলায় মুক্তি পেয়েছে দুটি ছবি। পশ্চিমবঙ্গে ‘ভূতপরী’ আর বাংলাদেশে ‘পেয়ারার সুবাস’।
Leave a Reply