টিএ পান্না, রোভিংকরেস্ডেন্ট, ঈশ্বরদী: প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানের অঙ্গিকারকে এগিয়ে নিতে এবং ঈশ্বরদীসহ নিকটস্থ জেলাগুলোর মানুষকে সেবা দিতে ঈশ্বরদীতে আন্তর্জাতিক মানের বহুতল বিশিষ্ট আরআরপি শপিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে শহরের প্রাণ কেন্দ্র পোস্ট অফিস মোড়ে সহস্রাধিক উৎসুক নারীপুরুষের উপস্থিতিতে আধুনিক মানের শীতাতপ নিয়ন্ত্রিত শপিং সেন্টারের ফিতা কেটে ও বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আরআরপি গ্রুপের অন্যতম পরিচালক রফিকুল আলমের দাদি আবেদা খাতুন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।
এসময় আরআরপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ মনসুর আলমের সভাপতিত্বে আরআরপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ মনিরুল ইসলাম,পৌর মেয়র ইসাহক আলী মালিথা,ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম খান,সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগাঠনিক সচীব তৌহিদ আক্তার পান্না’সহ অন্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম,খাইরুল গ্রুপের চেয়ারম্যান আলহাজ খাইরুল ইসলাম,ইুপি চেয়ারম্যানবৃন্দ,কাউন্সিলর বৃন্দ,ব্যবসায়িক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার সহস্ধিক উৎসুক জনতা উপস্থিত ছিলেন।
Leave a Reply