স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী: ঈশ্বরদীতে আলোচিত ডাকাতি মামলার ৫ ডাকাত গ্রেফতার হয়েছে। ঈশ্বরদী থানায় আয়োজিত প্রেসব্রিফিং এ বলা হয় গত পনেরোদিন থেকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে আলোচিত ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে ডাকাত দলের নিকট হতে ডাকাতিকৃত নগদ ৫হাজার ৫’শ টাকা, ডাকাতি কাজে ব্যবহৃত একটি চাপাতি ও দরজা ভাঙ্গার যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো পাবনা সদর থানার বড়দীঘশাইল গ্রামের সেলিম প্রাং এর ছেলে মাহাবুল আলী , ভাঙ্গুরা থানার চৌবাড়িয়া হারপাড়া গ্রামের আফসার আলীর ছেলে হাসিনুর রহমান হাসু , আতাইকুলা থানার বামনডাঙ্গা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মমিন,একই থানার সাদুল্লাপুর গ্রামের খোকন জমাদ্দারের ছেলে সবুজ জমাদ্দার ও ঈশ্বরদীর মোকারামপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে শিশির ।
থানা পুলিশ জানায়, গত ২২ ফেব্রুয়ারি রাত আড়াইটার দিকে ঈশ্বরদী থানার মোকারমপুর গ্রামের বাবুল হোসেনের বাড়ীতে ৫/৬ জনের ডাকাত দল দরজার শিকল কেটে এবং শয়ন কক্ষের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা বাবুলকে চাপাতি দিয়ে আঘাত করে এবং স্ত্রী ও কন্যাদের জিম্মি করে সোনা ও রূপাট গহনা, নগদ টাকা এবং মোবাইলসহ অন্যান্য সামগ্রী লুটে নিয়ে বাড়ির পূর্ব দিকের পাকা রাস্তা দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারি বাবুল হোসেন বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন। ঈশ্বরদী থানার মামলা নং-৪৫, তারিখ-২৩/০২/২০২৪ ইং। পরে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতীপ্রাপ্ত) আকবর আলী মুন্সির সার্বিক দিকনির্দেশনা ও তত্বাবধানে অভিযানে নামে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এবং ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর নেতৃত্বে জেলার বিভিন্নস্থানে পনেরোদিন ধরে থানার ওসি রফিকুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা হাসান বাসিরসহ পুলিশের চৌকস টিম ডাকাতিকৃত মালামাল ও ঘটনার সাথে জড়িত ডাকাত দলকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে তৎপরতা চালায়। এক পর্যায়ে উল্লেখিত সময়ে ৫ ডাকাতকে গ্রেফতার হয়।
Leave a Reply