তৌহিদ আক্তার পান্না,ঈশ্বরদী: আজ বুধবার সকালে ঈশ্বরদীতে প্রচন্ড তাপদহ থেকে রক্ষা পেতে পূর্বটেংরী কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে ইস্তেকফার নামাজ আদায় করা হয়েছে।
দশদিন থেকে ঈশ্বরদীতে ৩৯ ডিগ্রী থেকে ৪২দশমিক ৫ডিগ্রী তাপমাত্র রেকর্ড করা হয়েছে। কোন কোন দিন ঈশ্বরদীর তাপমাত্রা দেশের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড হওয়ায় মানুষসহ পশুকুল অসুস্থ হয়ে পড়েছে। গাছের পাতা ঝড়ে পড়েছে। বাতাসে বাতাসে তাপপ্রবাহ ছড়িয়ে পড়ে শহরে মানুষ চলাচল কমে গেছে। মাঠের ফসল ও সবুজ বনরাজি মরে গেছে এবং যমরে যাচ্ছে।
এসব নানা কারণেই আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যমে বৃষ্টিপাতের আশায় নিজেদের সকল প্রকার ভুলভ্রান্তি,অপকর্মসহ নানা পাপ কাজের ভুল স্বীকারের মাধ্যমে রৌদ্রের মধ্যে নামাজের কাতারে দাঁড়িয়ে কান্না জড়িত কন্ঠে বৃষ্টি কমানা করা হয়।
Leave a Reply