টিএ পান্না,বিশেষ প্রতিনিধি, ঈশ্ববদী: গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে সকলকে ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগের আহবান জানানো হয়েছিল বলে জানিয়েছেন, পাবনা-৪ আসনের এমপি গালিবুর রহমান শরীফ।
উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে ঈশ্ববদী মহিলা কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের বিভিন্ন্ প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ইভিএম বিষয়টি এখানকার ভোটারদের কাছে একটি নতুন পদ্ধতি। ইভিএমে ভোট দানের পদ্ধতি খুবই সহজ। আমি জানতে পেরেছি ভোটগ্রহণ চলাকালে ইভিএম মেশিনে যান্ত্রিক গোলযোগের তেমন কোন ঘটনা ঘটেনি।
ভোট গ্রহণ শেষে ঐদিন রাতে সংশ্লিষ্ট দায়িত্বশীল প্রিজাইডিং ও পুলিং অফিসাররা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভোট গননায় অংশ নেন। প্রতিটি কেন্দ্রের এবং বেসরকারীভাবে ফলাফল ঘোষনা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবির কুমার দাস । এ সময় সকল প্রকার প্রশাসনের সদস্যরা দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে এমদাদুল হক রানা সরদার আনারস প্রতিক নিয়ে ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩৯১৭০ ভোট। নিকটতম প্রার্থী আবুল কালাম আজাদ মিন্টু মোটর সাইকেল প্রতিকে ৩৭২৩০ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম মাইক প্রতীকে ভোট পেয়েছেন ৩০৯০৩ । নিকটতম প্রার্থী মেহেদী হাসান লিখন বেদ্যুতিক বাল্প ১২৮৫৯ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী কলস প্রতিক নিয়ে পেয়েছেন ২৬৫২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রার্থী মাহজেবিন শিরিন পিয়া পেয়েছেন ২১৪৮৯ ভোট।
পরে বিজয়ী উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের হাতে ফলাফল তুলে দেন,সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সুবির কুমার দাস।
Leave a Reply