ঈশ্বরদীতে বিএনপির পক্ষ থেকে আনন্দ মিছিল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে ঈশ্বরদীর জিরো পয়েন্ট রেলগেট কেন্দ্রিয় বাস টার্মিনালের শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতা ফজলুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,বিএনপিনেতা আলম হোসেন,জাহাঙ্গীর আলম,বিষ্টু সরকার ও ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল,যুবদলনেতা সাজেদুর রহমান জিতু,রাশেদুল ইসলাম রিপন,আরজ আলী,আক্তার হোসেন নিফা,মামুনুর রহমান নান্টু,মাহমুদুর রহমান জুয়েল,ঈশ্বরদী উপজেলা যুবদলের আহবায়ক মেহেদী হাসান,আব্দুর রাজ্জাক,আব্দুর রাজ্জাক ফিরোজ,আমিনুর রহমান স্বপন,ছাত্রদলনেতা সোনামনি এবং বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের জিনিয়া আফরিন,ফারিয়া খাতুন, সোনিয়া,নিতু,সশিসহ অন্যরা। বক্তারা কারো উপর অন্যায় অত্যাচার না করার পরামর্শ দিয়ে জাকারিয়া পিন্টুসহ কারাবন্দি ৪৭ নেতাকর্মীর মুক্তি ও শেখ হাসিনার শাস্তির দাবি জানান। ঈশ্বরদীর জিরো পয়েন্ট রেলগেট কেন্দ্রিয় বাস টার্মিনাল থেকে বিশাল অনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ঈশ্বরদী বাজার হয়ে শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়।
Leave a Reply