ক্যাপশন ।। প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।
টিএ পান্না,রোভিংকরেসপন্ডেন্ট, ঈশ্বরদী ।। ঈশ্বরদীতে নবাগত জেলা প্রশাসকের সাথে বিভিন্ন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের মত বিনিময় সভা অনুষ্ঠিত ও ঈশ্বরদীপুলিশ স্টেশন পরিদর্শন করেছেন সদ্য যোগদানকারী পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এই মতবিনিময় সভার। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবির কুমার দাসের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, ঈশ্বরদীথানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম,জামায়াতের জেলা আমির আবু তালেব মন্ডল, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না,সহসভাপতি বিপুল জোয়ার্দার,সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু,উপজেলা জামায়াতের আমির ডক্টর নুরুজ্জামান প্রামানিক, উপজেলা জামায়াতের সেক্রেটারী সাইদুল ইসলাম,উপজেলা প্রকৌশলী এনামুল কবীর,মৎস্য অফিসার আব্দুর রহমান,বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-সামাজিকনেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি উপবৃত্তি বঞ্চিত ক্ষুদ্রনৃগোষ্ঠির শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির অর্থ প্রদান করেন।
জেলা প্রশাসক উপস্থিত বক্তাদের বক্তব্যে রাস্তাঘাট,মাদক,আইন শৃঙ্খলাসহ ঈশ্বরদীতে লুটপাট,গুলিবর্ষণ,হাটঘাট দখলসহ বিরাজমান সকল প্রকার সমস্যার কথা শোনার পর পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,অতীতের সকল কিছু ভুলে গিয়ে রাষ্ট্রের নিয়মানুযায়ী সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। এর আগে পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ঈশ্বরদী পুলিশ স্টেশন পরিদর্শনকালে অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের পক্ষ থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার গ্রহণ করেন। #
Leave a Reply