আরাফাত ।। পশ্চিমাঞ্চলের রেলওয়ে পাকশী বিভাগে সফলভাবে ট্রেন অপারেশনে ব্যস্ত থাকার কারণে দু’দিন পর বুধবার রাত নয়টায় পাকশী রেলওয়ে রেস্ট হাউজ চত্বরে নববর্ষের আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেে উপস্থিত ছিলেন, সৈয়দপুরের ডিএস ডাবিøউ শাহ্ সূফী নূর মোহা¤মদ। পাকশী বিভাগীয় প্রকৌশলী /১, আব্দুল হানিফের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে পাকশী বিভাগীয় বৈদ্যুতিক প্রকৗশলী রিফাত শাকিল, পাকশী বিভাগীয় ক্যারেজ প্রকৌশলী রবিউল ইসলাম,ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না,রেলওয়ে নিরাপত্তাবাহিনীর এসআই ইউনুস আলী,জামায়াতে ইসলামী নেতা মাসুদুর রহমানসহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বাংলা নববর্ষের ইতিহাস-ঐতিহ্য এবং রেলওয়ের দীর্ঘদিনের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তারা বিস্তারিত আলোচনা করেন।তারা সংশ্লীষ্ট উর্দ্ধতন দায়িত্বশীল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন,দিনে দিনে রেল লাইন সম্প্রসারণ ও ট্রেন সংখ্যা বৃদ্ধি পেয়ে একদিকে রেলওয়ের কর্মকান্ডের পরিধি বৃদ্ধি পেয়েছে । অন্যদিকে জনবল বৃদ্ধি না করে পর্যায়ক্রমে জনবল কমানো হয়েছ্।
একারণে দ্রুত জনবলের চাহিদা পুরণ করা না হলে আগামিতে বাংলাদেশ রেলওয়েতে ভয়ানক বিপর্যয়ের আশংকা দেখা দিতে পারে বলেও তারা মন্তব্য করেন। আলোচনা পর্ব শেষে পাকশীর সাবেক ডিআরএম, শাহ্ সূফী নূর মোহা¤ম কে বিদায় সংবর্ধনাও দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে কন্ঠশিল্পী ইউনুস আলী,টিএ পান্না,সুজানা ও আরাফাত সঙ্গীত পরিবেশন করেন।#
Leave a Reply