এসআইটিটুল,ঈশ^রদী \ পহেলা বৈশাখ উপলক্ষে পাকুড়িয়া স্কুল এন্ড কলেজে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠানের আয়োজক বিশিষ্ট সমাজ সেবক আশরাফুজ্জামান স্বপনের সভাপতিত্বে প্রতিষ্ঠানের সচিন মঞ্চে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন,সিনিয়র শিক্ষক ফজলুল হক,বিএনপিনেতা শফিকুল ইসলাম লিপন,সেকেন্দারআলীমেম্বর,রুবেল,খোকন,সাহাবুল,বিএনপিনেতা তুহিন,আতিকুর রহমান মেম্বর,আগা খান সেলিম,মকা বিশ^াস,রানা বিশ^াস,আব্দুল মজিদ মেম্বর ও আব্দুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা। পরে জাতীয় পর্যায়ের কন্ঠ শিল্পী সোহেল মেহেদী,স্বপ্না খাতুন,মানিক মন্ডল,শান্তনা চৌধুরী ও টিএ পান্নার পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে কয়েকশত নারী ও পুরুষ দর্শকদের মাতিয়ে তোলা হয়। দীর্ঘদিন পর এলাকায় এধরনের অনুষ্ঠানের আয়োজন করায় এলাকাবাসীরা প্রশংসা করেন।##
Leave a Reply