স্টাফ রিপোর্টার ॥ ঈশ্বরদীর সাহাপুরে ডিলারের বিরুদ্ধে ১০ টাকা কেজির চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ উটাকে কেন্দ্র করে ডিলার ও ইউপি সদস্যের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকার দুঃস্থ গরীব মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। মারপিটের ঘটনায় ঈশ্বরদী থানায় অভিযোগও করা হয়েছে।
জানাগেছে ,বিগত কয়েকদিনের মত গত সোমবারও কার্ডধারীদের ১০ টাকা দামের চাউল কিনতে গিয়ে ফিরে আসতে হয। পরে কার্ডধারীরা অভিযোগ করলে সাহাপুর ইউনিয়নের ডিলার লুৎফর রহমানের নিকট গিয়ে ইউপি সদস্য তুহিন জানতে চাইলে ডিলারের লোকজন তাকে মারপিট করে আহত করে। এ ঘটনার পর ইউপি সদস্য থানায় অভিযোগ করেন। এবিষয়ে ডিলার লুৎফর অভিযোগ অস্বীকার ও পাল্টা অভিযোগ করে বলেন, ইউপি সদস্য তুহিন তাকে মারধর করে ২০ বস্তা চাল লুট করেছে। প্রত্যক্ষদর্শী হিসেবে সাবেক ইউপি সদস্য জুলফিকার মতিন সাংবাদিকদের বলেন, ইউপি সদস্য বিষয়টি জানার অধিকার রাখ্ েতাই তিনি বিষয়টি জানার জন্য সেখানে গেলে তাকে মারধর করা হয়।
রাবেয়া, আলেয়া, পারভীন খাতুন, রেনু বেগম, সাজেদা খাতুনসহ কয়েকজন অভিযোগ করে বলা হয়, একাধিক দিন তারা ১০ টাকা কেজি দরে চাল কিনতে যাওয়ার পর চাল দেওয়া হবে বলে জানানো হয়। এরপর তারা তুহিন নামের ইউপি সদস্যের কাছে অভিযোগ করেন। এবিষয়ে সাহাপুর ইউনিয়নের ইউপি সদস্য তুহিন অভিযোগ করে বলেন, সাহাপুর নতুন হাট গোল চত্বরের জয়নাল মন্ডলের বাড়ির খাদের পাড় এলাকায় এই চাল বিক্রি করা হয়। ইউনিয়ন পরিষদ থেকে কার্ড প্রাপ্তরা চাল কিনতে গেলে গত সোমবার না মঙ্গলবার চাউল দেব বলে তারা সময় পার করে। গরীব কার্ডধারীর্দের অভিযোগের প্রেক্ষিতে লুৎফরের কাছে বিষয়টি জানার জন্য যান তিনি সেখানে গিয়ে বিষয়টি উৎথাপন করতেই তার সাথে বাগবিতন্ডা শুরু হয় লুৎফর গংয়ের সাথে। এরপর এক পর্যায়ে সুজন মন্ডল ও আমিরুল ইসলাম তাকে মারধর করে। এ বিষয়ে ডিলার লুৎফর রহমান সাংবাদিকদের জানান, ইউপি সদস্য তুহিন একই কার্ড দু’জনকে দিয়েছেন, এ ঘটনা বলার কারণে তিনি আমাকে লাঞ্ছিত করেন। আমাকে মারতে দেখে উপস্থিত লোকজন তাকে মারধর করেছে। আমি তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে সেখানেই মীমাংসা হবে।
ঈশ্বরদী থানার ওসি শেখ নাসির উদ্দীন জানান, দু’পক্ষই অভিযোগ দিয়েছে। মীমাংসা না হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সাহাপুরে চাউল বিক্রিকে কেন্দ্র করে সৃষ্ট অঘটনার পর সচেতন মহল দাবি করে বলেছে শুধু সেখানেই চাউল বিক্রির নিয়ম-অনিয়ম না দেখে সকল ডিলারের চাউল বিক্রির বিষয়টি দেখা সংশ্লিষ্ট দায়িত্বশীলদের দেখা উচিত বলে।
Leave a Reply