ঈশ্বরদী প্রতিনিধি ॥ ঈশ্বরদীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতির জন্মশত বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে শনিবার সকালে উপজেলা রোডস্থ ঈশ্বরদী উপজেলা শিক্ষক সমিতি কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন এলাকা প্রদিক্ষন করে।
সমিতির সভাপতি জমসেদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। প্রধান অতিথি জন্মশত বার্ষিকীর কেক কাটেন ও পরে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন।
এ সকল অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, নবনির্বাচিত পৌর মেয়র ইসাহক আলী মালিথা, উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস, পৌর আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, শিক্ষক সমিতির নেতা রবিউল ইসলাম, ইমদাদুল হক, একাডেমিক সুপার ভাইজার আরিফুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি টিএ পান্নাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে। এবং র্যালিতে শিক্ষক সমিতির সকল নেতা ও সদস্য বৃন্দ স্বত:ফূর্ত অংশ গ্রহনে র্যালিটি আনন্দ র্যালিতে পরিনত হয়।
Leave a Reply