স্বাধিনতার কন্ঠ ডেক্স।। ভারতের তৈরী করোনা টিকা নেওয়া প্রসঙ্গে গনস্বাস্হের ট্রষ্টি ডা, জাফুরুল্লাহ্ দেশের সবাইকে এ টিকা নেওয়ার আহবান জানিয়েছেন।
রোববার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) টিকাদান কেন্দ্রে টিকা নেওয়ার পর সাংবাদিকদের সামনে তিনি এই প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন “আমি বলব, টিকা নিন সবাই, কোনো ভয় নেই। এটা (টিকা) আপনার অধিকার। যার যেদিন সময় হবে, টিকা নিয়ে নেবেন। “অনেকেই টিকা নিয়েছেন, নিচ্ছেন। কিন্তু প্রধানমন্ত্রী যদি আজকে টিকা নিতেন তাহলে দেশের মানুষ আরো বেশি সাহস পেতো।”
ডা. জাফরুল্লাহ বলেন, “আমি মনে করি, আমাদের রিকশাওয়ালা, বাড়িতে যারা কাজ করেন তারা, সাধারণ খেটে খাওয়া মানুষরা টিকা যেন পায় সেই ব্যবস্থা করতে হবে।
“আমরা যারা অবস্থাবান না, যাদের অর্থনৈতিক সামর্থ্য নেই, তাদের টিকা পাওয়া নিশ্চিত করতে হবে।”
টিকা প্রদানে সরকারের ব্যবস্থাপনার প্রসংশাও করেন ডা, জাফরুল্লাহ্।
Leave a Reply